আমাদের থেকে সার্ভিস কেন নিবেন?
** MoveOn শিপ ফর মি সার্ভিস” এমন এক প্ল্যাটফর্ম যেখানে আপনি হোলসেল থেকে শুরু করে খুচরা প্রায় সবরকম প্রোডাক্ট শিপিং করতে পারছেন। নির্দিষ্ট সময়ে মার্কেট প্রাইজের চেয়ে অনেক কম শিপিং চার্জে হাতের মুঠোয় প্রোডাক্ট পৌঁছে দেয়াই আমাদের মূল লক্ষ্য। চমৎকার এই প্ল্যাটফর্মটি আমরা দাড় করিয়েছি বেশ কয়েকটি মজবুত ভিত্তির উপর।
- রিয়েল টাইম ট্র্যাকিং সিস্টেম
- ১০০% ওয়েবসাইট ওরিয়েন্টেড সার্ভিস
- বিশেষ ইন্সপেকশন সার্ভিস
- যত্ন সহকারে প্রোডাক্ট সংরক্ষণ
- ২৪ ঘণ্টা নিয়জিত একাউন্ট ম্যানেজার
এগুলোকে আমরা আমাদের সার্ভিস মটো বলে থাকি। অর্থাৎ, যেকোন প্রোডাক্ট শিপিং এর ক্ষেত্রে এই বিষয়ে আপনারা আমাদের থেকে পাচ্ছেন শতভাগ নিশ্চয়তা। আপনার প্রোডাক্ট আসলে কোথায় আছে? কীভাবে আনা হচ্ছে? এই সমস্ত বিষয় সম্বন্ধে জানার অধিকার আপনার অবশ্যই আছে আর সেই অধিকার নিশ্চিত করতেই আমাদের কাজ করে যাওয়া! ঐ যে আগেই বলা আছে, আপনার প্রোডাক্ট নির্দিষ্ট সময়ে সম্পূর্ণ নিরাপদে আপনার ঠিকানায় পৌঁছে দেয়াই আমাদের মূল লক্ষ্য! আধুনিক এই সময়ে প্রোডাক্ট অর্ডারের ক্ষেত্রে যেকোন রকমের ঝামেলা বা হয়রানি আমরা কেউই চাই না।
এত সময় কই সময় নষ্ট করার জন্য? তাই এই ঝামেলাগুলোও জন্য চমৎকার সমাধান এনেছে “Moveon শিপ ফর মি সার্ভিস”। যেখানে আপনি প্রোডাক্ট অর্ডার, প্রোডাক্ট রিসিভ করা থেকে শুরু করে হোম ডেলিভারির মত সার্ভিসগুলো পাচ্ছেন, তাও কিনা একটি প্ল্যাটফর্মে! এমন একটি প্ল্যাটফর্মই চাইছিলেন আপনি! যেখানে থাকছে না, প্রোডাক্ট হারানোর ভয় বা রেট নিয়ে অনিশ্চয়তা!!
ভিজিট করুন https://moveon.com.bd/ship-for-me