আপনার বা একজন উদ্যোক্তার টিকে থাকা বা ঝরে যাওয়ার একটি বড় অংশ নির্ভর করে এই সোর্সিং এর উপরে। যারা ব্যবসা করছেন, বা করতে চাচ্ছেন, বা করতেসেন কিন্তু উঠতে পারছেন না, তাদের জন্যই আজকের পর্ব টি।

সবার আগে কয়েকটি প্রশ্ন দিয়ে শুরু করি।

১. সোর্সিং কাদের প্রয়োজন? এবং কেনো প্রয়োজন?
২. কিভাবে সোর্সিং করবেন?
৩. কোত্থেকে করবেন?

* সোর্সিং কাদের প্রয়োজন? এবং কেনো প্রয়োজন?
যারা ব্যবসা করছেন, বা করতে চাচ্ছেন, বা করতেসেন কিন্তু উঠতে পারছেন না, পারলেও ইউনিক কিছু পাচ্ছেন না, সব কমন প্রডাক্ট, একটু ইউনিক চাচ্ছেন, সবার থেকে আলাদা চাচ্ছেন, কারন কম্পিটিটিভ মার্কেটে টিকে থাকতে হলে ইউনিক প্রডাক্ট এর তুলনা নেই। এবং কোনো ভাইরাল বা হট আইটেম প্রডাক্ট সবার আগে মার্কেটে আনার মত সাকসেসফুল কিছুই নেই। তাই এইসবের জন্য আপনাদের প্রয়োজন সঠিক সোর্সিং।

* কিভাবে সোর্সিং করবেন?
ব্যবসায়ের জন্য দেশে অবস্থিত অনেকগুলো হোলসেল মার্কেট আছে, আপনি চাইলে নিজে গিয়ে খুজে আপনার পছন্দের প্রডাক্ট সোর্সিং করতে পারবেন। যেমনঃ জুয়েলারি, ব্যগ, কস্মেটিক্স ইত্যাদির জন্য দেশের ঢাকার অবস্থিত চকবাজার। আবার কাপড় এর জন্য ইসলামপুর মার্কেট, আবার খেলাধুলার সামগ্রির জন্য স্টেডিয়াম মার্কেট, আবার মোবাইল এক্সেসরিস এর জন্য মোতালিব প্লাজা।

এসব যায়গায় গিয়ে ঘুরে, আপনার নিজের মার্কেট অনুযায়ী প্রডাক্ট নিয়ে আসবেন, এবং সেল করবেন।

তবে এখানে একটু সমস্যা আছে, যেমন, এসব মার্কেটে যেসব প্রডাক্ট পাওয়া যায়, টা দেশের সব যায়গায় ই পাওয়া যায়, কারন সবাই এক যায়গা থেকেই কিনে, তাছাড়া কিছু কসমেটিক্স গুলো দেশে বানানো হয়, তাই জেনুইন কিছু পাওয়া কঠিন। তাই ১ নাম্বার পয়েন্টে বলে ইউনিকনেস আর থাকে না। সেক্ষেত্রে কি করতে হবে?

* কোত্থেকে করবেন?
সময় হয়েছে দেশের বাইরে যাওয়ার, সারা পৃথিবির সব থেকে বড় হোলসেল মার্কেট? Alibaba.com বা চায়না, যেখানে বড় বড় ব্রান্ড শপ থেকে শুরু করে সব কিছুর ই হোলসেল পাওয়া যায়। আবার ড্রেসের জন্য ইন্ডীয়া ভালো, স্কার্ফ হিজাব এর জন্য পাকিস্তান, তুর্কি ভালো, কসমেটিক্স এর জন্য কোরিয়া, ইত্যাদি ইত্যাদি।

প্রশ্ন আসবে, দেশের বাইরে থেকে কিভাবে আনবো? সেটা বলছি পরে।

এখন কথা হচ্ছে কেনো বাইরে থেকে আনবো? কারন চিন বা ইন্ডীয়া তে এমন সব হাজারো প্রডাক্ট আছে, যা দেশের মার্কেটেই নেই, বা আছে, কিন্তু দেশে দাম বেশি, কিন্তু আপনি চিন থেকে কিনলে দাম কম পাচ্ছেন,  ইন্ডীয়া থেকে আনলে ইউনিক পাচ্ছেন। গ্যজেট আইটেমের খনি হচ্ছে চিন। দেশে কয়দিন পর পর ই দেখবেন ক্রেজ উঠে এক একটা গ্যজেট এর। এর ক্রেজ চাইলে আপনিও বানাতে পারবেন।

আশা করি এতক্ষনে পয়েন্ট বুঝতে পেরেছেন, যে ইউনিকনেস এবং ভালো প্রডাক্ট সোর্সিং এর উপরে কিছু নেই। প্রডাক্ট সঠিকভাবে বাছাই করতে পারলে আপনার ব্যবসা হবেই। তবে হ্য, আপনার একটা মার্কেট থাকতে হবে, মার্কেট নলেজ থাকতে হবে, এখন ধরুন দেখা গেলো আপনি চয়েস করেছেন IPhone এর এক্সেসরিস এর মফস্বল শহরে, কিন্তু ভেবে দেখুন মফস্বলে কতজন আইফোন ব্যবহার করে? এইটা হচ্ছে মার্কেট রিসার্চ, এটা নিয়ে আলাদা পর্বই থাকবে।

এবার আসি,
প্রডাক্ট তো চয়েস করেছি, আনবো কিভাবে? আমার তো লাইসেন্স নেই, অনেক ট্যক্স আসে, এত হ্যসেল কিভাবে নিবো? কে সোর্স করে দিবে? আমার তো কার্ড নাই, পে করবো কিভাবে?  সব কিছু তো জানি না, বুঝি না।

এইসবের জন্য আছি আমরা, যারা আপনার প্রডাক্ট সোর্সিং থেকে শুরু করে দিয়ে আপনার হাতে কোনো হ্যসেল ছাড়াই পৌছে দেয়ার ব্যবস্থা করি, বা করবো। অনেকেই ভেবে থাকেন যে অন্য কাউকে দিয়ে সোর্সিং করাবো? অর্ডার না করি তখন? এটা কোনো সমস্যাই না, সোর্সিং করালেই যে অর্ডার করতে হবে এমন নয়।

আগামী তে থাকবে, কিভাবে আলিবাবা থেকে প্রডাক্ট সোর্সিং করবেন, মার্কেট রিসার্চ, মার্কেট ভ্যলু, মার্কেট রাইজ আপ নিয়ে
আমি রাজিব হোসেন বলছি Ali2BD এবং MoveOn থেকে

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here