Pricing & Market Value Retain

0
740

Hello Entrepreneurs

ইদানিং আমাদের পোস্টগুলোতে দেখতে পাচ্ছি অনেকেই কম দাম দেখে কোয়ালিটি নিয়ে সন্দেহ প্রকাশ করেন, বা এত কমে জুতা কিভাবে হয় এইসব ভাবেন। আপনাদের জন্যই কিছু কথা।
.
মনে রাখতে হবে আপনাকে, এটা হোলসেল প্লাটফ্রম, এখানে সব কিছুর দাম তো কম হবেই তাই না? না হলে আপনি ব্যবসা করবেন কিভাবে? একটি জুতা ১৩০ টাকা, শীপিং চার্জ মিলিয়ে খরচ পরে যায় ৬৫০ টাকার মত।
.
স্বভাবতই প্রশ্ন আসে, প্রডাক্টের দামের ৩ গুন শীপিং চার্জ, স্যার এইটা খুবি স্বাভাবিক, ইম্পোর্ট এ এমনটা প্রায় ই হয়, মনে রাখতে হবে, ওজনের উপরেই চার্জ।
তাই ওই ১৩০ টাকার কেনা প্রডাক্ট সব মিলিয়ে ৬৫০ টাকা আসে, কিন্তু সেল হয় কত? ১০০০+
মানে কি? ১৩০ টাকার জুতোর কোয়ালিটি কিন্তু খারাপ না।
.
একবার চিন্তা করুন, যদি শীপিং চার্জ ছাড়া প্রডাক্ট আনা যেত, দেশের মার্কেটে ২ হাজার টাকার উপরে কোনো প্রডাক্ট ই থাকত না। অভিজ্ঞতা থেকে বলি, দেশের ৩-৫ হাজার টাকার জুতো কিন্তু হোলসেলে পরে ১৫০০-২০০০ টাকা।
.
এখন বলতেই পারেন, দাম কেনো কমানো হয় না তাহলে?
মার্কেট নষ্ট হবে তাই, একটা জিনিষ মাথায় রাখবেন, ব্যবসায়িরা একে অন্যের শুভাকাঙ্ক্ষী, আপনি আজকে মার্কেটে কমদামে পেয়ে যদি কমদামে ছাড়েন, অন্য একজন সেটা আরো কমে দিবে, ২ দিন পর দেখা যাবে ওই প্রডাক্ট আর কেউ কিনে না, প্রডক্টের কোয়ালিটি অনুযায়ী দাম রাখতে হবে। সেটা যত কমে কেনাই হোক।
.
তাই দয়া করে সামান্য বেশী সেলের জন্য কেউ মার্কেট নষ্ট করবেন না, আপনার জন্য সবার ক্ষতি হবে, ইভেন আপনার ও। আপনার কম দাম দেখে আপনার প্রডাক্ট খারাপ কোয়ালিটিও ভাবতে পারে, তাই প্রাইসিং করতে হবে মার্কেটের দিকে খেয়াল রেখে।
কমদাম মানেই খারাপ না, দেখতে হবে দেশের বাজারে কি দামে বিক্রি হচ্ছে, আর কোয়ালিটি কেমন।
ধন্যবাদ।
.
যে কোনো অর্ডারের জন্য।
Rajib Hossain
Alibaba & Wholesale Order Handler
Sales Executive
For Long Term Business Deals Knock Me
Email: [email protected]
Whatsapp+Mobile : 01749764588
https://www.facebook.com/Rajib609

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here