Grand Launching- এর Grand অফার!
MoveOn- Buy & Ship for Me এর Grand Launching উপলক্ষে MoveOn-এর পক্ষ থেকে থাকছে বিশেষ অফার। অফারের বিস্তারিত নিয়মাবলী নিচে দেয়া হল;
- অর্ডার করার সময় ৭ই এপ্রিল রাত ১২ঃ০১ মিনিট থেকে ১০ই এপ্রিল ১১ঃ৫৯ মিনিট পর্যন্ত।
- ৭ থেকে ১০ তারিখের মধ্যে যার অর্ডারের পরিমান যত বেশি হবে তার জন্য থাকছে Samsung- এর আকর্ষনীয় একটি Smartphone.
- অফার চলাকালীন সময়ে,সকল অর্ডারের জন্য হোম ডেলিভারি ফ্রি।
- শুধুমাত্র নির্ধারিত প্ল্যাটফর্ম থেকেই অর্ডার করতে পারবেন। আমাদের নির্ধারিত প্ল্যাটফর্মগুলো হল; Alibaba,1688,Taobao এবং Aliexpress.
- অর্ডার অবশ্যই একই প্ল্যাটফর্ম থেকে হতে হবে। যেমন, Alibaba থেকে অর্ডার করলে, Alibaba থেকেই সকল পন্য অর্ডার করতে হবে।
- অর্ডারকৃত পন্যের Full Payment ৭ই এপ্রিল থেকে ১০ই এপ্রিলের মধ্যে পরিশোধ করতে হবে। অন্যথায় অর্ডারকৃত পন্য অফারের অন্তর্ভুক্ত হবে না এবং তা বাতিল বলে গন্য হবে।
- কোনো কারনবশত অর্ডার “Cancel” হয়ে যায় অথবা “Stock Out” দেখায়, তাহলে তা অফার বহির্ভূত বলে গন্য হবে।
- অফার সংক্রান্ত সকল মালিকানা, তথ্য পরিবর্তন, পুনর্বিন্যস্ত, মুল্যায়ন এবং সংরক্ষনের অধিকার MoveOn কর্তৃপক্ষের।
উক্ত তথ্যসমূহে সম্মতি প্রদান করে আপনি এই অফারটির সকল মর্মে একমত পোষন করছেন এবং অফার সংক্রান্ত যেকোনো পরিবর্তনে, কিংবা কোন কারনবশত উপরের উল্লেখিত নিয়মসমুহে নতুন কোন নিয়ম অন্তর্ভুক্ত বা বাতিল হলে আপানার অসম্মতি থাকবে না।