Hello Entrepreneur

আজকে আলোচনা করবো সারা পৃথিবির সব থেকে বড় B2B মার্কেট alibaba.com নিয়ে। B2B মানে হচ্ছে পাইকারি বা হোলসেল মার্কেটপ্লেস। যেখানে প্রতিদিন হাজার হাজার কোটি টাকার অর্ডার হয়।

 

আপনার ব্যবসায়ের প্রয়জনে হোলসেলে যেসব প্রডাট দরকার হয় যেমন ধরুনঃ ব্যগ, শু, গ্যজেট, মেশিন, কসোমেটিক্স, ইত্যাদি ইত্যাদি, এইগুলো এখান থেকে অনেকেই সোর্স করে থাকেন। বা কিনে থাকেন।

কিন্তু যারা একটু নতুন। সোর্স সম্পর্কে অল্প জানেন। তাদের জন্য এই সহজ আলিবাবা ই কঠিন হতে পারে। আলবাবা এর সেলার দের ফাদে পা দিতে পারেন সহজেই। সেটা কেনো এবং কিভবে হয় তাই বিস্তারিত আলোচনা করব।

ভুল নাম্বার ১ঃ প্রাইসিং

সেলার মাঝে মাঝে বা বেশিরভাগ সময়েই প্রডাক্টের মুল্য এমন একটি দিয়ে রাখে, যেটা দেখলে অবিশ্বাস্য রকম কম বা বেশি মনে হয়। যেটা সেলারের কাষ্টমার আকৃষ্ট করার পলিসি। দেখবেন একটা ১ লাখ টাকার ল্যপটপ ১০০০০ টাকা দেয়া। তো স্বভাবতই আপনার ভালো লাগবে এটা দেখে। কিনতে চাইবেন।
কিন্তু আসলে এইটা প্রাইস না। আসল প্রাইস ৯৯% সেলার ই শো করে না।

তাহলে প্রাইস বের করবো কিভাবে?

সেলার কে মেসেজ দিয়ে। সেলারের সাথে কথা বলে প্রাইস বের করবেন। সেলার কে মেসেজ দিলেই সেলার আসল প্রাইস বলে। যেটা দেখবেন মিলে না কোনোভাবেই।

ভুল নাম্বার ২ঃ MOQ বা Minimum Order Quantity

অনেকেই দেখে থাকবেন যে Alibaba তে একটা জুতার Minimum Quantity ১ পিস দেয়া থাকে। যেটা দেখে অনেকেই খুশি হয়ে যাই, যে হোলসেল মার্কেট থেকে ১ পিস আনতে পারবো। এত কম দামে?

আসলে তেমনটি নয়। ১ নাম্বার এর মত এটাও ওদের আকৃষ্ট করার ধরন। আপনি নিজে কিনতে গেলে দেখবেন বলবে। মিনিমান ১০০ পিস। বা ১ পিস নিতে চাইলে দাম ৪/৫ গুন। এইটা খুবি স্বাভাবিক। যা দেখে ভয় পাবেন না, বা প্রডাক্ট এড দেখে বিশ্বাস করবেন না। সেলার কে জিজ্ঞেস করলেই সব সত্যি চলে আসবে।

ভুল নাম্বার ৩ঃ Security/Trade Assurance

অনেকসময় এরকম লুক্রিটিভ অফার দিয়ে আলিবাবা চড়া থাকে। প্রাইস ও ঠিক, কোয়ান্টিটিও ঠিক। কিন্তু সেলার আলিবাবা এর পেমেন্ট মেথড Trade Assurance এ পেমেন্ট নিবে না। আপনাকে বলবে ব্যংক বা Western Money তে টাকা দিতে।
যেটা এক কথায় ফ্রড বা স্ক্যম বলা গেলেও সব সময় না। কারন আলিবাবা তে পেমেন্ট করলে আলিবাবা নিজে ২.৯৫% চার্জ কেটে নেয়। দুই পক্ষের থেকেই। যা খরচের কারন। এটার থেকে বাচার জন্য তারা করে।

তবে এক্ষেত্রে একটাই সমস্যা। সেলার প্রডাক্ট না দিলে। না পাঠালে হারালে আমি রিফান্ড চাইতে পারবো না। কোনো সিকুরিটি নেই।

তাই শত ঝামেলা বা টাকা বেশি লাগলেও Trade Assurance এ পেমেন্ট করাটাই বেটার। সেলার না চাইলে বুঝে নিতে হবে সে ফ্রড বা স্ক্যমার।

আমরা এর বাইরেও পেমেন্ট করি। কাদের? যেসব সেলার থেকে আমরা রেগুলার এনে থাকি। কারন আমি তার রেগুলার কাষ্টমার। সে আমাকে হারাতে চাইবে না বা কিছু করবে না। বাট, Trade Assurance Is Best

আচ্ছা ভুলগুলো নিয়ে তো বললাম। এইবার আসি কিছু টুকিটাকি বিষয় নিয়ে। মনোযোগ দিয়ে পড়বেন।

১. অনেকেই সেলার এর সাথে কথা বলে থাকেন। দেখে থাকবেন যে সেলার কিন্তু কখনোই ইন্সট্যন্ট মেসেজ দেয় না। বা দিলেও সঠিক উত্তর দেয় না। তখন দেখা যায়। একটা প্রডাক্টের সোর্স বা দাম বের করতে ২/৩ দিন ও লেগে যায়। যেটা খুবি স্বাভাবিক।

২. আপনি যদি আমাদের সোর্স করতে দিয়ে থাকেন। সেক্ষেত্রে আমাদের সোর্স করার সময়টুকু দিতে হবে। কারন আলিবাবা এর সেলার রা সারাদিন অনলাইনে থাকে না। থাকেও রিপ্লাই সহজে পাওয়া যায় না।

৩. মনে রাখবেন, কোয়ান্টিটি বা পরিমান এর উপরে প্রডাক্ট মুল্য নির্ভর করে। যত বাড়াবেন তত কমবে। যত কমাবেন তত বাড়বে প্রডাক্ট মুল্য। তাই হোলসেল মার্কেট কে মার্কেট রাখুন। ২/৪ পিসে হোলসেল হয় না মনে রাখবেন। তবে বড় মেশিন বা দামি কিছু হলে আলাদা কথা।

৪. আপনি সেলার এর সাথে বললে ভালো। না বলতে পারলে বা সমস্যা হলে আমাদেরকে লিংক বা প্রডাক্ট এর ছবিদিন। বাকিটা আমরা বুঝবো। সেলার মাঝে মাঝে এড্রেস ছাড়া প্রাইস বলবে না। তখন আমাদের থেকে এড্রেস জেনে তারপর কথা বলবেন।

ধন্যবাদ। কোনো প্রশ্ন বা কোনো কুয়েরি বা কোনো ইম্পোর্ট রিলেটেড কিছু থাকলে যোগাযোগ করতে পারেন আমার সাথে।

 

Rajib Hossain
Sales Executive
Ali2BD & MoveOn
Whats App+Mobile: 01759764588
Facebook: https://www.facebook.com/Rajib609
Email: [email protected]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here