Hello Entrepreneur

 

আজকে আসলা কিছু প্রডাক্ট সাজেশন এবং বিজনেস আইডিয়া নিয়ে। যা ঠিকমত কাজে লাগাতে পারলে সাকসেফুল তো হবেন ই। মাঠে স্ট্রং পজিশন  নিয়ে থাকতে পারবেন। পর্ব ২

গতপর্বে আলোচনা করেছি ঈদ নিয়ে। এবার আলোচনা করব সামনের সিজন বা গরম/বর্ষাকাল নিয়ে।

সামনে কিসের দিন? বৃষ্টি এবং গরম। মানুষ কি চায়? গরমের প্রশান্তি, বৃষ্টির থেকে রক্ষা এবং আরো হাজারো জিনিষ।

এই মুহুর্তে কিসের ব্যবসা করলে মার্কেট আগে ধরতে পারবেন বলে মনে হচ্ছে?

 

আচ্ছা আমি সাজেশন দেই।

১. বৃষ্টি রিলেটেড আইটেম

২. গরম রিলেটেড আইটেম

 

         ১. বৃষ্টি রিলেটেড আইটেম কি? 

ছাতা, রেইন কোর্ট, ক্যপ, ইত্যাদি ইত্যাদি। এখন ছাতা কেনো ইউনিক হবে? কারন আমরা কোনো নরমাল ছাতা আনবো না। আমরা ইউনিক ফিচার-সহ ছাতা আনবো। হয়ত দেখা গেলো পকেটে রাখা যায় এই সাইজ। বা ছাতার হ্যন্ডেলবারে পাওয়ার ব্যংক, বা টর্চ লাইট। ইত্যাদি ইত্যাদি।

আবার দেখা গেলো ওয়াটারপ্রফু ব্যগ, ওয়ালেট, ফোন কেস, হেডফোন ইত্যাদি ইম্পোর্ট করে চাইলেই সহজেই মার্কেট ধরে রাখতে পারবেন।

রেইনকোর্টেও থাকবে আলাদা ইউনিকনেস। যেমন প্লেইন কোর্ট না। বাচ্চাদের টার্গেট করে কার্টুন আকা রেইন কোর্ট,  আশা করি বুঝতে পেরেছেন।

 

২. গরম রিলেটেড আইটেম নিয়ে কথা বললে শেষ হবে না। প্রথমত বলতে পারি থার্মোফ্লাক্স এর কথা। যা আপনার নরমাল পানির বোতল কে ৬ ঘন্টা ঠান্ডা বা ৬ ঘন্টা গরম পানি ধরে রাখতে পারে।

আবার পোর্টেবল ফ্যন। যে গরম যাচ্ছে এখন ই। সামনে একটা পোর্টেবল ফ্যন দিতে পারে আপনাকে প্রশান্তি। যা পকেটে বা ঘাড়ে নিয়েই ঘুরতে পারবেন সহযে। যে ফ্যনে থাকবে অনেক ফিচার। যা দেশিও প্রডাক্টে পাবেন না।

আবার ধরেন, আছে কিছু পোর্টেবল ব্লেন্ডার, যেগুলো নিয়ে যেকোনো যায়গায় ঘুরতে পারবেন। সরবত বা জুস খেতে চাইলে সহজেই যেকোনো যায়গায় বানিয়ে ফেলতে পারবেন আপনার জুস টি। এরকম হাজারো প্রডাক্ট আছে গরম কে টার্গেট করে।

 

আশা করি বুঝতে পেরেছেন। মার্কেট রিসার্চ করুন। সামনে চিন্তা করুন। দেখুন কি আসছে। কি আসবে। সে অনুযায়ী পদক্ষেপ নিন। ইনশা আল্লাহ ব্যবসা সফল হবেই।

ধন্যবাদ। কোনো প্রশ্ন বা কোনো কুয়েরি বা কোনো ইম্পোর্ট রিলেটেড কিছু থাকলে যোগাযোগ করতে পারেন আমার সাথে।

 

Rajib Hossain

Ali2BD & MoveOn

Whats App+Mobile: 01759764588

Facebook: https://www.facebook.com/Rajib609

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here